দূর্গন্ধ এবং গোড়ালি ব্যাথা হওয়া থেকে মুক্ত হতে চামড়ার লোফারের বিকল্প নাই
পা আমাদের শরীরের অতি মূল্যবান একটি অংশ। তাই পায়ের স্বাস্থ্য ভালো রাখতে চামড়ার জুতা ব্যবহার করুন। আর্টিফিশিয়াল চামড়ার তুলনায় পশুর চামড়ায় অনেক বেশি বায়ু প্রবাহ হয় তাই আমাদের পা থেকে ঘাম ও দুর্গন্ধ ছড়ায় না।
ম্যাচের কাঠি বা লাইটার জ্বালিয়ে হালকাভাবে চামড়া জিনিসটার নিচে ধরুন। যদি কুঁচকে যায় বা পুড়ে যায় তবে চামড়া নয়।
দুই ফোঁটা পানি নিন চামড়ার জিনিসটির উপর পানি দিয়ে ঘষা দিন খেয়াল রাখুন, চামড়ার জিনিস হলে পানি দেওয়া জায়গাটি একটু হলেও ফুলে উঠবে।
চামড়ার জিনিসটি একটি ভাজ দিয়ে দেখুন আবার পূর্বের অবস্থায় ফিরে যায় কিনা যদি না আসে তবে বুঝবেন চামড়া।সিন্থেটিক জিনিস বারবার ভাজ করলেও একই রকম থাকবে।
চামড়ার জিনিসের ফিনিশিং কখনোই সিন্থেটিক লেদার বা রেকসিন এর মত খুব স্মুথ হবে না। প্রকৃত চামড়া সিন্থেটিক লেদার বা রেকসিনের মত এত বেশি স্মুথ হবেনা। প্রকৃত চামড়া একটু হলেও ১৯-২০ হবে।